জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
শপথ পাঠ ও অনশন ভাঙানোর চেষ্টায় আন্দোলনকারীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর। ছবি- সীমান্ত দাস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শপথ পাঠ করেছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে তারা এ শপথ পাঠ করেন। শপথ পাঠকালীন তারা বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ১৪০ ঘন্টার উপরে অনশনকারীদের হার না মানা ইচ্ছে তাদের এ আন্দোলনকে আরো দ্বিগুণভাবে উজ্জ্বল করবে বলে জানান। এসময় তারা, অনশনকারীদের অনশন ভাঙানোর চেষ্টা করবেন বলেও জানান।
শপথ পাঠ শেষে তারা, অর্থিক সহায়তা দেওয়া শাবির সাবেক শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেন। যেটি গোলচত্বর হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, আন্দোলনকারীরা শপথ পাঠ ও বিক্ষোভ মিছিল শেষে অনশনকারীদের অনশন ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনশনে ২৮ জন
উল্লেখ্য, বুধবার হতে এ পর্যন্ত গণঅনশনকারী সহ মোট ২৮ জন অনশনে বসেছেন। যাদের মধ্যে শারিরীক অবস্থা খারাপ হওয়ায় ১৯ জন হাসপাতালে রয়েছেন।
শাবিপ্রবিতে ভিসির বাসভবনের সামনে অনশনে শিক্ষার্থীরা। ছবি- সীমান্ত দাস
শিক্ষককে ফেনসিডিল সরবরাহ করতে গিয়ে আটক গার্ড
শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাজহার মজুমদারকে ফেনসিডিল সরবরাহের সময় গার্ড ' জাহিদুর রহমান' নামের একজনকে আটক করা হয়। সোমবার মধ্যরাতে শাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষকদের ডরমেটরিতে আটকে থাকা শিক্ষক অধ্যাপক ড. মাজহার মজুমদারের জন্য প্রয়োজনীয় ঔষধ নিয়ে শিক্ষার্থীদের কাছে অনুমতি চান গার্ড জাহিদুর রহমান। এসময় শিক্ষার্থীরা তাকে চেক করে দেখে তার কাছে থাকা বস্তুুটি ঔষধ নয় ফেনসিডিল।
ঘটনার ভিডিও
তবে এটা যে ফেনসিডিল তা জানতেননা বলে জানান আটককৃত জাহিদুর। তিনি বলেন, ডরমিটরিতে আটকে থাকা স্যার (অধ্যাপক ড. মাজহার মজুমদার) আমাকে বললো, গেইটে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির থেকে ঔষধ নিয়ে তাকে দিতে। আমি শুধুমাত্র সেটাই করছিলাম। তবে, এখন দেখি এটা ফেনসিডিল। এটা যে ফেনসিডিল তা আমি জানলে কখনো এমন কাজ করতাম৷
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, হয়তো আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে উপাচার্য বা তার অনুসারীরা এমন চাতুরতার আশ্রয় নিয়েছিলেন।
শাবির ৫ সাবেক শিক্ষার্থীকে সিলেটে জিজ্ঞাসাবাদ
রাজধানী ঢাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের সিলেটে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। সিলেটে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পাঁচ সাবেক শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।
সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ গণমাধ্যমকে জানান, ‘ঢাকায় আটক ৫ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দেওয়ার বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’
আটককৃতদের পরিবার অভিযোগ করে জানায়, শাবির আন্দোলনে শিক্ষার্থীদের অর্থ জোগান দেওয়ায় তাদের গ্রেফতার করে নিয়েছে পুলিশ।
শাবিপ্রবি ভিসি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু
মঙ্গলবার রাত দেড়টার দিকে শাবি উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন রাতে এক প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, আমাদের আন্দোলনের উপাচার্যকে ঘিরে। কিন্তু বিদ্যুৎ বন্ধ রাখলে উপাচার্য ভবন ও ডরমিটরিতে থাকা অন্যান্য শিক্ষকেরাও কষ্ট পাচ্ছে। যেটা আমরা চাই না। এজন্য এখন থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হলো।
- এ বিষয়ে আরও পড়ুন- শাবিপ্রবি ভিসি বাসভবনে ২৮ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু
বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ হিসেবে এসময় তারা বলেন, আমাদের অনশনরত ভাইবোনদের কষ্টটা বোঝাতেই মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিলো।
ওসমানীর মেডিকেল টিম প্রত্যাহার
আন্দোলননের প্রথম দিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলো। তবে, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান, আন্দোলনকারীরা।
বিকাশ ও রকেট এ্যাকাউন্ট বন্ধ
এসময় তারা আরো বলেন, বিকাশ- রকেটের মাধ্যমে যেসকল সিনিয়ররা আন্দোলনকারীদের সাহায্যে করে আসছিলো। তাদের বিকাশ ও রকেট এ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
খাবারের দোকান বন্ধ
আন্দোলন চলাকালীন এর আগে ক্যাম্পাসে অবস্থিত ফুডকোর্ট সমূহ বন্ধ না করা হলেও গতকাল মঙ্গলবার থেকে এসকল খাবারের দোকান বন্ধ করা হয়। এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, হয়তো আন্দোলনকালীন আমরা সহজে যাতে খাবার না পেতে পারি এজন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
দায়ী ব্যক্তিদের পদত্যাগের দাবি শিক্ষকদের
গত ২২ জানুয়ারি, শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ে ঘটে-যাওয়া যেকোনো ঘটনার দায়ভার কোনোভাবেই প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না। এমতাবস্থায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে যাবতীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যেকের অফিশিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানাই। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের পদত্যাগেরও জোর দাবি করছি।
এ বিজ্ঞপ্তির ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনিক পদে থাকা কোন শিক্ষক জনসমক্ষে তাদের দায়-দায়িত্ব উপস্থাপন করেননি বলে জানা যায়।
শাবিপ্রবি ভিসিকে খাবার দিতে শিক্ষার্থীদের বাধা
গতকাল মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে যেতে চাইলে আন্দোলনকারীরা বাঁধা দেয়। তারা শিক্ষক নেতাদের উপাচার্যের কাছে যেতে না দিলেও তাদের আনা খাবার পুলিশের মাধ্যমে উপাচার্যের কাছে পৌঁছে দেয়। এসময় আন্দোলনকারীরা শিক্ষক নেতাদের বলেন, উপাচার্যের কাছে কাউকে যেতে না দিলেও তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবো।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ মোকাব্বির খান গতকাল মঙ্গলবার দুপুরে অনশনকারীদের খোঁজ-খবর নিতে শাবি ক্যাম্পাসে আসেন। কোন নেতা হিসেবে নয়, ব্যক্তি হিসেবে আন্দোলনকারীদের তিনি দেখতে এসেছেন বলে জানান।
পাশাপাশি, সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি
স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: রাশেদ তালুকদার গতকাল মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি সংঘটিত ঘটনার সুষ্ঠু ও যথাযথ তথ্য উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কতৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদশীদের নিকট থেকে প্রকৃত তথ্য ও প্রমাণাদি সংগ্রহের উদ্দেশ্যে সকল মহলের সহযোগিতা কামনা করছে। এতদুদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ১৬ জানুযারি, ২০২২ তারিখে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার প্রত্যক্ষদশীদের তথ্য এবং ভিডিও ক্লিপ আগামী ৭ কার্য দিবসের মধ্যে ফিজিক্যাল সায়েন্সেস অফিসের ডিন কক্ষের সামনে রক্ষিত বাক্সে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বক্তব্য অথবা তথ্যসমূহ [email protected] ইমেইলে প্রেরণ করা যাবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর বক্তব্য pdf করে বণিত ইমেইলে প্রেরণ করতে হবে। প্রয়োজনে ডাকযোগেও বক্তব্য/ তথ্য স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন বরাবর প্রেরণ করা যাবে। আগ্রহীগণ ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে চাইলে জানাতে পারবে।
তথ্য প্রদানকারীদের নাম, ঠিকানা বা পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদের মশাল মিছিল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা