Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ২০ ফেব্রুয়ারি ২০২২

একুশে বইমেলায় মাইক শেরিফের বাংলা ভাষায় লেখা বই

মাইক শেরিফ

মাইক শেরিফ

ভারতীয় উপমহাদেশের মানুষেরা ব্রিটিশ শাসনকালীন শাসকদের সম্পর্কে জানলেও সেসময়কার সাধারণ ব্রিটিশ নাগরিক সম্পর্কে খুব কমই জানে। এজন্য, সেসময়কার ব্রিটিশ নাগরিকদের জীবনধারা তুলে ধরে বাংলা ভাষায় বই প্রকাশ করেছেন 'মাইক শেরিফ'।

রোববার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান ব্রিটিশ এ নাগরিক। 

মাইক শেরিফের লেখা 'এইমস শেরিফের জীবন' বইটি  ঢাকার একুশে বইমেলায় ৪৮০ ও ৪৮১ স্টলে পাওয়া যাবে বলে, বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান,  মাইকের বই ব্রিটিশ সাম্রাজ্যের যুগ সম্পর্কে। তার প্রপিতামহের চাচাতো ভাইয়ের জীবন এবং ভারতের সরাসরি ব্রিটিশ শাসন প্রায় একই সময়। অনেকে ব্রিটিশ শাসকদের সম্পর্কে জানে এবং এসময়কার এইমস শেরিফ একজন সাধারন মানুষ ছিলেন। এ যুগের ব্রিটিশ সাধারণ মানুষের অবস্থা এখন পর্যন্ত খুব অল্প লেখা হয়েছে বাংলায়।

এইমস শেরিফ সম্পর্কে বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাইশ বছর পর্যন্ত এইমস শেরিফ লিখতে পড়তে পারেননি। তিনি স্কুলে যেতেন না। তার পরিবারের দারিদ্র্য অবস্থার কারণে ছয় বছর বয়স থেকে তিনি একটা খোলা ইটভাটায় কাজ করতেন। তার লেখা পড়া শুরু করেছিলেন খ্রিস্টান মিশনারির মাধ্যমে। পরে তিনি একজন সমাজতন্ত্রী ও শ্রমিকদের নেতা হয়েছিলেন।

এইমস শেরিফ একজন বেকার মানুষের আন্দোলনের নেতা ছিলেন। তিনি বিশেষ করে মানুষের ভোটাধিকার গুরুত্ব দিয়েছিলেন।

আন্দোলনে তার নেতৃত্ব এবং স্থানীয় সরকার কাউন্সিলে কাজ করার কারণে এইমস শেরিফের জীবন সম্পর্কে নথিপত্র ও ছবি খুঁজে পাওয়া যায়। তাই অন্যসব সাধারণ মানুষের চেয়ে তার জীবনের বেশি তথ্য আছে। বই লেখার জন্য মাইক এ তথ্য ব্যবহার করেছেন।

এইমস শেরিফের জীবনের দর্শন তার বক্তৃতায় খুঁজে পাওয়া যায়। তার স্বপ্ন ছিলো এমন একটা পৃথিবী 'যেখানে এ জাতি বা সে জাতি থাকবে না বরং মানবজাতি একটি পরিবার হবে, একটি আইন দিয়েঃ শান্তি; এক প্রয়োজনে ভ্রাতৃত্ব সম্পর্কঃ এক উপায়ে শ্রমঃ এবং এক প্রভুঃ ঈশ্বর।  এ দর্শন মাইকের জন্য একটি প্রেরণা ছিলো।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ