Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ১৭ মার্চ ২০২২

শেকৃবিতে রোভার স্কাউট ডে ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর বাংলাদেশ, রোভাররাই গড়বে দেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার এর আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোভার স্কাউট ডে ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় যৌথভাবে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এর মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শহীদূর রশীদ ভূঁইয়া উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত (থাকতে পারেননি) প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ট্রেজারার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হক জাতীয় কমিশনার (আন্তর্জাতিক), বাংলাদেশ স্কাউটস। এবং সভাপতি হিসেবে প্রফেসর মুহম্মদ এনামুল হক খান কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার।

দিনব্যাপী এই ক্যাম্পে নানা আয়োজনে অংশগ্রহণ করবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬৪ টি উপদল।

নো দাই সেলফ গ্রুপের স্কাউটস লিডার মাসুমা খাতুন বিবার্তাকে বলেন, আমরা এই ক্যাম্পে ৩টি উপদল এসেছি। করোনা পরবর্তী সময়ে এই ক্যাম্পে এসে ভালো লাগছে, রোভারা কয়েকটি ধাপে কাজ করে প্রথমে আত্মোন্নয়ন তারপর সমাজ উন্নয়নে কাজ করে। এক্ষেত্রে স্কাউট আন্দোলনের রয়েছে এক দীর্ঘ পরিক্রমা। এটা সামাজিক সেতুবন্ধনে ও শান্তি প্রতিষ্ঠায় ও কাজ করে।

জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান বলেন, আমরা ৯ টি উপদল নিয়ে এসেছি, রোভাররা আজ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে একজন মানুষকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য।

জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, স্কাউটস এর একটি আইন হলো সকলের সাথে বন্ধুত্ব, সেই সূত্রে আজকের এই ডে ক্যাম্পে রোভার মিলন মেলায় এসে আমরা নিজেদের কে নতুন ভাবে যাচাই করার সুযোগ পাবো বলে মনে করি।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ