Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ

প্রকাশিত: ২২:৩৩, ১ এপ্রিল ২০২২
আপডেট: ২২:৩৬, ১ এপ্রিল ২০২২

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে জবি নীলদলের ওয়েবিনার অনুষ্ঠিত

বাঙালি জাতি রাষ্ট্রের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীলদল এর আয়োজনে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও একুশ শতকের  বাংলাদেশ”  শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮.০০ ঘটিকায় অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর সাবেক সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। 

উক্ত প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন লাইফ এন্ড আর্থ সায়েন্স  অনুষদের সাবেক ডিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নুরে আলম আবদুল্লাহ এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ড. মো. আব্দুস সামাদ। ওয়েবিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী তাঁর প্রবন্ধে বলেন, "বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই দেশ তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।"

অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, "বঙ্গবন্ধুর আশপাশে যেমন খন্দকার মোশতাকের মত ঘাপটি মেরে থাকা লোক ছিল  তেমনি বর্তমান  সরকারেও খোন্দকার মোশতাকের মত লোকের অনুপ্রবেশ ঘটেছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের উন্নয়নকাজে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।"

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. পরিমল বালা বলেন, "সাম্প্রদায়িক বিবেচনায় উপমহাদেশে বিভিন্ন দেশের সৃষ্টি হলেও বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যার মূলনীতি হচ্ছে রাষ্ট্রের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া।"

প্যানেল আলোচকবৃন্দ ছাড়াও উন্মুক্ত আলোচনায় সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় ঔষধ শিল্প আধুনিকায়নে বঙ্গবন্ধুর অবদান সহ নানা ঘটনা উঠে আসে।

নীলদলের দপ্তর সম্পাদক জনাব কাজী ফারুক হোসেন এর সঞ্চালনায় উক্ত ওয়েবিনারে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর, ওয়েবিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সামাদ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ