নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৬, ৫ এপ্রিল ২০২২
মেডিকেলে প্রথম হওয়া মীমকে নিয়ে কাড়াকাড়ি করছে রেটিনা, মেডিকো, উন্মেষ

তিন কোচিং সেন্টারই মীমকে দাবি করছে নিজেদের শিক্ষার্থী বলে।
মেডিকেলে ভর্তি কোচিং এ প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীকে পায় উন্মেষ, রেটিনা ও মেডিকোর মতো কোচিং সেন্টারগুলো। তবুও থেমে নেই তাঁদের বাণিজ্যিক প্রচারণা। এবার মেডিকেলে প্রথম হওয়া খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মীমকে নিয়ে শুরু হয়েছে তাঁদের কাড়াকাড়ি। তিনটি কোচিং সেন্টারই মীমকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে!
বরাবরই কোচিং সেন্টারগুলো নিজেদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী টানতে নানা ধরনের প্রচার চালায়। এর অংশ হিসেবে মেধা তালিকায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের নাম-ছবি ব্যবহারের অভিযোগ রয়েছে অনেক।
মঙ্গলবার প্রথম স্থান লাভ করার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই মেডিকেল ভর্তি কোচিং সেন্টারগুলো মিমকে তাদের কোচিং শিক্ষার্থী বলে দাবি করছে। প্রতিষ্ঠানের প্রচারের অংশ হিসেবে মিমের ছবিসহ ফেসবুকে শুভেচ্ছা পোস্ট দেয় তিন কোচিং প্রতিষ্ঠান।
প্রথমে রেটিনা নামে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারটি মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে মিমকে তাদের শিক্ষার্থী দাবি করে ফেসবুকে শুভেচ্ছা পোস্ট দেয়। পরে অন্য দুটি প্রতিষ্ঠান উন্মেষ দুপুর ২টায় এবং তার ছয় মিনিট পর মেডিকো মিমকে তাদের নিজেদের শিক্ষার্থী দাবি করে শুভেচ্ছা পোস্ট দেয়। আর এতেই বাধে বিপত্তি। ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে পোস্টগুলোতে নানা মন্তব্য করেন।
প্রশ্ন উঠেছে মিম আসলেই কি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল? নাকি তার নাম-ছবি ব্যবসায়িক প্রচারের স্বার্থে কাজে লাগচ্ছে প্রতিষ্ঠানগুলো।
রেটিনা মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফিস এক্সিকিউটিভ নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সুমাইয়া মোসলেম মিম আমাদের শিক্ষার্থী। তিনি এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। আমাদের কাছে প্রোপার ডকুমেন্টস আছে তিনি যে আমাদের শিক্ষার্থী।’
এ বিষয়ে মেডিকো কোচিং সেন্টারে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
অন্যদিকে উন্মেষ কোচিং সেন্টারে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘সুমাইয়া আমাদের শিক্ষার্থী। আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে। তিনি আমাদের এখান থেকেই কোচিং করেছেন। অন্যরা তাকে নিয়ে যে প্রচার চালাচ্ছে এটা অহেতুক। সবাই যার যার ব্যবসা প্রসার করতে এমন প্রচার চালিয়ে থাকেন।’
উল্লেখ্য, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনার সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
গত ১ এপ্রিল তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার এই পরীক্ষার ফল ঘোষণা করে সরকার।
সুমাইয়ার বাবা মো. মোসলেম উদ্দিন সর্দার ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামে। তবে তারা সপরিবারে খুলনা মহানগরীর মৌলভীপাড়ায় বসবাস করেন।
লিখিত পরীক্ষায় সুমাইয়ার মোসলেম মীমের প্রাপ্ত নম্বর ৯২.৫। সবমিলিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ২৯২.৫।
এ বছর দেশের মেডিকেল কলেজগুলোর ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী। পাশের হার ৫৫.১৩%। যাদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আরও ৬ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী মেধাক্রম অনুসারে দেশের ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা