Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

জিএম ইমরান, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ১১ এপ্রিল ২০২২

রমজান মাস উপলক্ষ্যে শাবির শাহপরাণ হলের বিভিন্ন উদ্যোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আবাসিক শিক্ষার্থীদের উন্নতমানের খাবারসহ আবাসিক সকল অসুবিধা দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রথম আবাসিক শাহপরাণ হল। রোববার (১০ এপ্রিল) হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রভোস্ট বডির আলোচনাকালে এসব উদ্যোগ তুলে ধরেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান।

অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, রমজান উপলক্ষ্যে হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীদের খাবারের মানোন্নয়নসহ সর্বোচ্চ সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মেনুতে উন্নতমানের নতুন খাবার সংযোজন করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে অসচ্ছল শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে নির্ধারিত ২২ টাকার খাবারের পাশাপাশি চাহিদার প্রেক্ষিতে কম মূল্যে মানসম্পন্ন এবং পুষ্টির চাহিদা মিটবে এমন খাবার যেমন বড় মাছ, মুরগীর মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, গরুর কলিজাসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যান্টিনে গরুর দুধসহ অন্যান্য খাবার রাখা হয়। খোঁজ নিয়ে জানা যায়, হলের ডাইনীং ও ক্যাফেটেরিয়ায় ৫০ টাকায় দেশী মোরগ, নিয়মিত মূল্যে মুরগীর মাংস ২২ ও  ২৮ টাকায়, ৪০ টাকায় কৈ মাছ, ৬০ টাকায় গরুর মাংস, ৬০ টাকায় গরুর কলিজা এবং ৫৫ টাকায় বড় সাইজের চিংড়ি মাছ এবং মুরগীর ঝাল ফ্রাই হলের ডাইনীং ও ক্যাফেটেরিয়ায় যথাক্রমে ৪০ ও ৪৫ টাকায় পাওয়া যায়।

তিনি বলেন, রমজান মাস উপলক্ষ্যে ডাইনিং-এ ছাত্রদের সেহরী ও ইফতার খাবার পরিবেশনের সুবিধার্থে নতুন ক্রোকারিজ সামগ্রী, প্লেট, বাটি, বিভিন্ন ধরনের বউল, গ্লাস, চামচ ইত্যাদি সরবরাহ করা হয়েছে। নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে ক্যাফেটেরিয়া ও ডাইনিং এ নতুন আরো দুইটি ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হয়েছে। চারটি ব্লকের ওয়াটার পিউরিফায়ারের জার্ম কীট পরিবর্তন করা হয়েছে এবং আরো চারটি কীট ক্রয় করে স্টকে রাখা হয়েছে। সি ব্লকের চার তলায় পানির ট্যাংকি মেরামত, পানির লাইন সংস্কারসহ নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবাসন সুবিধার মান বাড়াতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

প্রভোস্ট জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য চারটি ব্লকের সবগুলো বাথরুমে স্যান্ডেল ও উন্নত মানের পাপুশ প্রদান করা হয়েছে। মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মশার স্প্রে (এরোসল) সরবরাহ করা হয়েছে এবং মশা নিধনের লক্ষ্যে হলের সবগুলো ড্রেন পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। সেই সাথে হলের অভ্যন্তর ও বাহিরের সব আগাছা পরিষ্কার করে মশার ঔষধ স্প্রে করা হয়েছে।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ