Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ১৪ জুন ২০২২

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতার মামলা

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূর। ফাইল ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূর। ফাইল ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে 'কটূক্তি'র অভিযোগে  চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম বাদী হয়ে ট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম বলেন, ট্রাইব্যুনাল মামলাটি বিবেচনায় নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করতে বলেছে।

মামলার বিবরণীতে ইয়াসির অভিযোগ করেন, গত ১ জুন নূর একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে 'কটূক্তি' করেন এবং ফেসবুকে পোস্ট করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ