Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৭:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩

শাবিতে বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বিল্ডিং কোড অনুযায়ী নকশা ও নির্মাণ নিশ্চিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি- আই নিউজ

বিল্ডিং কোড অনুযায়ী নকশা ও নির্মাণ নিশ্চিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুর ও পরিবেশ কৌশল বিভাগের উদ্যোগে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও বাংলাদেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে অভিজ্ঞ প্রকৌশলীদের ‍নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী নকশা ও নির্মাণ নিশ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রিয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন করা হয় ।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক তুরস্কে যে ভূমিকম্প হয়েছে সেটা আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কতটুকু ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে ভুমিকম্পের যে জোন রয়েছে এর মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে ৪নং জোন যার মধ্যে সিলেট বিভাগ অন্তর্ভুক্ত। ইতিহাস থেকে জানতে পারি যে ১০০ বছর আগে বাংলাদেশে প্রলয়ঙ্কারী ভুমিকম্প হয়েছিল। ১০০ বছর পর পর এরকম ভুমিকম্প পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা এখন আতঙ্কে আছি ভুমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে।

তারা আরো বলেন, আমরা ভুমিকম্পকে প্রতিহত করতে না পারলেও সচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি। এজন্য অভিজ্ঞ প্রকৌশলীদের তত্বাবধানে নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী নকশা ও নির্মাণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. ইমরান কবির, অধ্যাপক ড. বিজিত কুমার বণিক, অধ্যাপক ড.গোলাম মো. মুন্না, অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিন(বিভাগীয় প্রধান), অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, অধ্যাপক ড. বাসিরুল হক।

আরো উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. আহমদ হাসান নুরি, সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষার্থীরা।

আই নিউজ/এইচএ 

ঘুরে আসুন আই নিউজ ইউটিউব চ্যানেল

নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

এক চা শ্রমিকের লেখাপড়ার গল্প চোখে পানি এনে দেয়

Green Tea
সর্বশেষ