Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১০:১৭, ২৪ মে ২০২৪

চীনের স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

আজকে আমরা জানবো চীনের স্টুডেন্ট ভিসা সংক্রান্ত তথ্য সম্পর্কে। হঠাৎ কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসা পাবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সকল তথ্য। 

পৃথিবীর বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে চীন। এখানে রয়েছে কয়েকশো কোটির মানুষ। তাদের মধ্যে অধিকাংশই কারিগরি শিক্ষায় দক্ষ এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী। আর এই দেশে ভ্রমণ করার ইচ্ছে থাকে অনেকের। তবে বাণিজ্যিক বিষয়ে বেশি ভ্রমণ করে থাকে তারা। না বাংলাদেশ থেকেও প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ মানুষ ভ্রমণ করে বাণিজ্যের উদ্দেশ্যে শুধুমাত্র চীনে। প্রত্যেক বছর তারা নতুন নতুন করে এখানে ভ্রমণ করেন। তবে যে কয়েকটি উদ্দেশ্যে ভ্রমণ করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে শিক্ষার জন্য। অর্থাৎ উচ্চতর শিক্ষার জন্য অনেকেই পারি জমায় এই চীনে। আপনারা কিভাবে চীনের স্টুডেন্ট ভিসা পাবেন এবং অন্যান্য বিষয়গুলো জানবেন সেগুলোই নিচে তুলে ধরা হলো।

চীনের স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম 

আপনি যে দেশেরই স্টুডেন্ট ভিসা পেতে চান না কেন প্রথমে প্রয়োজন হবে সেই দেশের কোন বিশ্ববিদ্যালয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশন পারমিট লেটার। তবে পূর্বের মতো এখন আর হয়রানি নেই। অনলাইনের মাধ্যমে নিজের যোগ্যতা অনুসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ একটি অফার লেটার দিবে। আর এই অফার লেটার দিয়েই আবেদন করতে হবে ভিসার জন্য। তবে আরো অন্যান্য ডকুমেন্ট এর প্রয়োজন হবে। আরো কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অনলাইনে আবেদনের জন্য তা নিচে দেওয়া হল। 

  • জাতীয় পরিচয় পত্র। 
  • পাসপোর্ট। 
  • শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। 
  • এডুকেশন অফার লেটার। 
  • পিতা মাতার জাতীয় পরিচয় পত্র।
  • করোনা ভ্যাকসিন সনদপত্র 
  • ব্যাংক স্টেটমেন্ট। 
  • অনলাইন এপ্লিকেশন। 
  • আবেদন ফি।
  • মেডিকেল সার্টিফিকেট। 
  • পুলিশ ক্লিয়ারেন্স। 

এ সকাল বিষয়গুলা ঠিক থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি। আবেদন করার পর সাত থেকে ৩০ আর্য দিবসের মধ্যে আপনাকে সাক্ষাতের জন্য ডাকা হবে। আর এই সময় নির্ধারণ করে দেওয়া হবে আপনি ভিসাটি পাচ্ছেন কিনা। 

স্টুডেন্ট ভিসা পাওয়ার খরচ 

এখানে আপনি যদি চীনের স্টুডেন্ট ভিসা পেতে চান, তাহলে আপনাকে বেশ কিছু পরিমাণ অর্থ খরচ হতে পারে। সাধারণত এই খরচের পরিমাণ হয়ে থাকে ৭ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

চীনে পড়াশোনা করতে কত টাকা খরচ হয় 

মূলত এই বিষয়টি নির্ভর করবে আপনি কোন বিষয়ে এবং কোন কোর্স করছেন সেটির উপর। আমাদের দেশ থেকে অধিকাংশ শিক্ষার্থীরাই ডিপ্লোমা পড়াশোনার জন্য যান। সে ক্ষেত্রে প্রতি সেমিস্টারের জন্য তাদের খরচ হয়ে থাকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। অনেক সময় এর থেকে কম বা বেশি হয়। 

আর যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চায় অথবা অনার্স লেভেলে পড়াশোনা করেন তাদের খরচের পরিমাণ হয় প্রতি সেমিস্টার ৫০০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। আর বাসস্থান খরচ হিসাব করলে এভারেজ খরচ হয়ে থাকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।

এছাড়াও চীনে পড়াশোনা করার জন্য আরো অন্যান্য খরচ হয়ে থাকে। খরচ এর থেকে কম বেশি অনেকটা নির্ভর করবে আপনার চলাফেরা এবং থাকার ব্যবস্থাপনার উপরে। চীনের স্টুডেন্ট ভিসা ছাড়াও আরো অন্যান্য তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমাদের তথ্য প্রযুক্তি ক্যাটাগরি দেখবেন। সেখানে তুলে ধরা হয় বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়