শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বাঁশের সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

ছবি: গুগল ম্যাপ থেকে সংগ্রহ করা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেহেনা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিশু ছড়ায় পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের শাওন ছড়া থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাওনছড়াতে বাঁশের সাকোঁ পাড়াপাড়ের সময় পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।
নিহত শিশু উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ মাইজদি গ্রামের রমজান মিয়ার মেয়ে। শিশুটি ভৈরবগঞ্জ বাজার হযরত শাহজালাল (রঃ) কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিশুটি ভৈরবগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে (একা) শাওনছড়াতে বাঁশের সাকু পাড়াপাড়ের সময় পড়ে গিয়ে নিখোঁজ হয়। শিশু রেহেনা বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজির সময় রেহেনার স্কুল ব্যাগ শাওনছড়ার পাড়ে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে শ্রীমঙ্গল থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল থানার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুজি করে কালাপুর আনসার ক্যাম্পের পিছনে শাওনছড়া থেকে শিশু রেহেনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর। পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৪ টার দিকে মৃত শিশুটিকে উদ্ধার করি। শিশুটি সম্ভবত আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে শাওনছড়া বাঁশের সাঁকো পাড় হতে গিয়ে পড়ে যায়। মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা পক্রিয়াধীন।
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা