Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:১৩, ৮ জুলাই ২০২১

তৃতীয়বারের মতো বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ

আবারও বিয়ে করলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। এটি তার তৃতীয় বিয়ে। বিষয়টি হাবিব নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টে হাবিব লিখেছেন, প্রিয় ভক্তরা, তোমাদের সঙ্গে আমি আমার জীবনে হুট করে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। যেমনটা তোমরা জানো- মহামারির কারণে পুরো পৃথিবী একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর কারণেই আমাদের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত ব্যক্তিগত রাখা হয়েছে। 

হাবিব ওয়াহিদ ও আফসানা চৌধুরী শিফা

উল্লেখ্য, হাবিব ওয়াহিদ তার শিল্পী জীবনের প্রথম দিকে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীকে বিয়ে করেন। তবে কিছু দিন পরই সেই সংসার ভেঙে যায়।

এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধান্তে হুট করে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। এই সংসারে হাবিবের আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। ২০১৬ সালে রেহানের সঙ্গেও হাবিবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ