Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৪ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হননি আব্দুল কাদের: পুত্রবধূ

আব্দুল কাদের

আব্দুল কাদের

ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিছুদিন আগে গণমাধ্যমে প্রচার হয় করোনাভাইরাস হানা দিয়েছে অভিনেতার শরীরে।

কিন্তু অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানালেন আব্দুল কাদের করোনায় আক্রান্ত হননি। উনার অবস্থা সংকটাপন্ন হলেও আগের তুলনায় অনেকটাই ভালো। 

তিনি বলেন, ‘একজন মানুষ মৃত্যুর সঙ্গে প্রতিমুহূর্তে যুদ্ধ করছেন৷ এসময় তার জন্য দোয়া না করে অনেকে মেতেছেন মৃত্যুর গুজব ছড়ানোয়৷ এ নোংরামির কোনো মানে নেই৷ বাবা আল্লাহর রহমতে একটু ভালো আছেন৷ আজ (২৪ ডিসেম্বর) তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে৷ সবাই উনার জন্য দোয়া করবেন।’

আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে জেমি বলেন, ‘এটা আসলে ভুল তথ্য ছড়িয়েছে। বাবা করোনাভাইরাসে আক্রান্ত নন৷ ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া যায়৷ এতে চিকিৎসকরা মনে করেছিলেন তার করোনা পজিটিভ৷ ২৩ ডিসেম্বর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ৷ এটা খুবই স্বস্তির খবর।’

অভিনেতা আব্দুল কাদেরের ক্যান্সার ফোর স্টেজে রয়েছে৷ এ বিষয়ে জেমি বলেন, ‘বাবার ব্যাকপেইন ছিল। বেশ কিছুদিন ধরে আমরা দেশের বড় বড় হাসপাতালগুলোয় গিয়েছি। বহু পরীক্ষা-নিরীক্ষা করেও কেউ বাবার ব্যাক পেইনের কারণ উদঘাটন করতে পারলেন না। সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় বাবার টিউমার হয়েছে।’

তিনি বলেন, ‘এরপর আমরা ভেতরে ভেতরে বাবাকে নিয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সেখানে গিয়ে চেকআপ করা হলে জানতে পারি বাবার ক্যান্সার। শুধু তা-ই নয়, সেটা পুরো শরীরে ছড়িয়ে গেছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ