Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২৫ ডিসেম্বর ২০২০

অসুস্থ হয়ে হাসপাতালে রজনীকান্ত

রজনীকান্ত

রজনীকান্ত

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বড়দিনের সকালে হঠাৎ উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রজনীকান্তের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। তার মেডিকেল টেস্টও করা হয়েছে। শরীরে করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই। তবে তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে। যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালে থাকবেন তিনি।

কিছুদিন আগে তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন রজনীকান্ত। তার আগে তার একটি ছবির শুটিংয়ের চার কর্মী করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি। পরে টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসলেও তিনি আইসোলেশনে ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ