Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২৫ ডিসেম্বর ২০২০

আইসিইউতে অভিনেতা আব্দুল কাদের

আব্দুল কাদের

আব্দুল কাদের

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা আব্দুল কাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় আব্দুল কাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেনি।

জাহিদা ইসলাম জেনি গণমাধ্যমকে জানান, বাবার অবস্থা ভালো না। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, নড়াচড়া করছেন না। মাঝে মাঝে হালকা নিশ্বাস নিচ্ছেন। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। তার বেশ কিছু অর্গান কাজ করছে না। হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তাররা রক্ত চেয়েছিলেন, আমরা দিয়েছি। দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই।

গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। বর্তমানে সারা শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে।

শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আবদুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে ফিরে এদিনই ভর্তি করানো হয় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছে তার।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ