Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৩৫, ২৬ ডিসেম্বর ২০২০

‘এই মেয়ে এদিকে আয়, ভাত খাবো’

আব্দুল কাদের ও শ্রাবন্তী

আব্দুল কাদের ও শ্রাবন্তী

দীর্ঘদিনের সহকর্মী আবদুল কাদেরের মৃত্যুর বেদনা ছুঁয়ে গেছে অভিনেত্রী শ্রাবন্তীকেও। কাদেরকে তিনি মামা বলে ডাকতেন।

সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো বছরজুড়েই প্রিয়জনদের মৃত্যুর খবর শুনতে হলো। কিছুদিন আগে আমার মা চলে গেলেন। আজ কাদের মামা। আমি উনাকে মামা বলে ডাকতাম। আমার অভিভাবক ছিলেন।

১২ বছর ধরে অভিনয়ে নেই। অনেকের সঙ্গেই যোগাযোগ বন্ধ। কিন্তু কাদের মামা যোগাযোগ রাখতেন। অভিভাবকের মতো খোঁজ নিতেন। তার কাছে সবসময়ই আদর-স্নেহ পেয়েছি। মামা ও মামী দুজনেই আমাকে খুব আদর করেছেন সবসময়। তার মৃত্যুটা মেনে নিতে কষ্ট হচ্ছে। অভিভাবক হারিয়ে ফেলার বেদনা দিচ্ছে।’

সহকর্মী হিসেবে আবদুল কাদেরকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘মামা কোনো কাজ হাতে নিলে আমাকে কল দিয়ে জানতে চাইতেন আমি কাজটি করছি কি না। যদি এমন হতো দুজনই একটি নাটকে কাজ করছি তবে উনি খুব খুশি হতেন। মামা কখনো শুটিং ইউনিটের খাবার খেতেন না। বাসা থেকে নিয়ে আসতেন। যখনই আমি সেটে থাকতাম, ‘এই মেয়ে এদিকে আয়, ভাত খাবো।’ এই যে স্নেহটা, কোনোদিন ভুলবার নয়।’

‘রং নাম্বার' সিনেমায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে শ্রাবন্তী জানান, ‘এটা দারুণ ব্যাপার অবশ্যই। সিনেমায় কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। আসলে এই মুহুর্তে সব এলোমেলো লাগছে।

মামার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই দারুণ ছিলো। তিনি ছিলেন অনুপ্রেরণার মানুষ। সবসময় নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করতেন। সেটের লোকদের সঙ্গে ডিসকাস করতেন ঠিকমতো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারছেন কি না। আরও কি কি করা যেতে পারে এইসব। প্রাণবন্ত ছিলেন। মনযোগী একজন অভিনেতা।’

ব্যক্তি আবদুল কাদের সম্পর্কে শ্রাবন্তী বলেন, ‘পর্দায় আমরা যে আবদুল কাদেরকে দেখতাম, সবসময় হাসাচ্ছেন, দুষ্টুমির সংলাপ দিচ্ছেন; বাস্তব মানুষটা এরকম ছিলেনই না। নিপাট ভদ্রলোক। পরিপাটি, শৃঙ্খলাবদ্ধ মানুষ। কদিন আগেও দেখছিলাম কাদের মামার মৃত্যুর ফেক নিউজ। আজও ভাবছিলাম যেন সব ফেক হয়। কিন্তু আজকের খবরটা খুবই নিষ্ঠুর। কারোরই করার কিছু নেই। দোয়া করি কাদের মামাকে যেন আল্লাহ বেহেস্ত দান করেন।’

উল্লেখ্য, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে ভুগে মারা গেছেন দেশের নন্দিত এ অভিনেতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ