Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০১, ২৬ ডিসেম্বর ২০২০

কাদের ভাইয়ের জীবনের শেষ অনুষ্ঠান ছিলো ‘ইত্যাদি’: হানিফ সংকেত

আব্দুল কাদেরকে আর দেখা যাবে না ‘মামা’ চরিত্রে

আব্দুল কাদেরকে আর দেখা যাবে না ‘মামা’ চরিত্রে

‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী আব্দুল কাদের। প্রায় ২৫ বছর ধরে এই ম্যাগাজিন অনুষ্ঠানের সাথে জড়িত তিনি। ইত্যাদিতে ‘মামা-ভাগ্নে’র ‘মামা’ চরিত্রে জয় করেছেন দর্শকদের মন। কিন্তু আজকের পর থেকে আব্দুল কাদেরকে মামা রূপে দেখা যাবে না। সবাইকে কাঁদিয়ে আজ তিনি দূর আকাশের তারা।

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে নিজের শোক প্রকাশ করলেন জনপ্রিয় ম্যগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত। 

ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হানিফ সংকেত লিখেন, ‘অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল জীবন-যাপন করতেন কাদের ভাই। দেখে কখনও মনেই হয়নি এত বড় একটি রোগ তাঁর শরীরের এতটা ক্ষতি করে ফেলেছে। গত ৩০ অক্টোবর প্রচারিত ‘ইত্যাদি’ই ছিলো কাদের ভাইয়ের জীবনের শেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটির ধারণের সময়ই কাদের ভাইকে কিছুটা অসুস্থ ও মলিন দেখাচ্ছিলো। আগের সেই উচ্ছ্বাস ছিলো না। ধারণ শেষে যাবার সময় বলেছিলেন তাঁর শরীরটা ভালো যাচ্ছে না। দোয়া চাইলেন।

এরপর হঠাৎ করে শুনলাম তিনি চেন্নাইয়ের হাসপাতালে। ভিডিও কলে কথা হলো। মুখে খোঁচা খোঁচা দাড়ি, নাকে অক্সিজেন মাস্ক। কাদের ভাইয়ের এই চেহারা দেখবো কখনও কল্পনাও করিনি। আমাকে দেখে আবেগে কেঁদে ফেললেন। এরপর চট্টগ্রাম বিমান বন্দরে নামার পর আবার কথা হলো। বললেন, ‘দেশের মাটিতে এসেছি, দোয়া করবেন যাতে আবার একসাথে কাজ করতে পারি।’

আবারও সেই কান্নাভেজা কণ্ঠ। আরো ৬টি মাস বাঁচতে চেয়েছিলেন কাদের ভাই কিন্তু মৃত্যু তাকে সে সুযোগ দেয়নি। এত দ্রুত যে তিনি এতটা অসুস্থ হবেন এবং আমাদের ছেড়ে চলে যাবেন তা কল্পনাও করিনি।

কাদের ভাই শুধু ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পীই ছিলেন না, ছিলেন ‘ইত্যাদি’ পরিবারের একজন সদস্য। গুণী এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর জন্য মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ