Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২৮ ডিসেম্বর ২০২০

কন্যাসন্তানের মা হলেন অপি করিম

অপি করিম

অপি করিম

মা-বাবা হলেন চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। সোমবার দুপুরে এক কন্যা সন্তানের জন্ম দেন অপি করিম।

সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে নির্ঝর-অপি দম্পতির ঘরে আসে নতুন অতিথি।  বিষয়টি নিশ্চিত করেছেন এ দম্পতির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী। 

তিনি বলেন, মা ও সন্তান দুজনই ভালো আছে। আমি তো মনে করি, আরো এক অপি করিমের জন্ম হলো আজ।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। এ দম্পতির সংসারে প্রথম সন্তান এটি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। শোবিজ অঙ্গন ছাড়াও তারা দুজনই স্থপতি হিসেবেও প্রতিষ্ঠিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ