Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:১২, ২৯ ডিসেম্বর ২০২০

রাজনীতি ছাড়ছেন রজনীকান্ত

রজনীকান্ত

রজনীকান্ত

বড়দিনের সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা রজনীকান্ত। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুইদিন পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছাড়েন এই অভিনেতা।

এদিকে সুস্থ হয়েই মঙ্গলবার টুইটারে জানালেন, সৃষ্টিকর্তার ‘সতর্কবার্তার’ পর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিন বছর আগে রাজনীতিতে নামার ঘোষণা দেন রজনীকান্ত।

রজনীকান্ত টুইটারে বিশাল এক বিবৃতি পোস্ট করেছেন। তার ভাষ্যমতে,  হাসপাতালে ভর্তির নামে সৃষ্টিকর্তা তাকে বিশ্রামের সতর্কবার্তা পাঠিয়েছেন।

রজনীকান্ত লিখেছেন, ‘আমার কিডনিতে সমস্যা আছে। তাই কভিড-১৯ নেগেটিভ হওয়ার পরেও হাসপাতালে যাই। যদি রোগটি থাকত, তাহলে কিডনির ওপর মারাত্মক প্রভাব পড়ত। এই কদিনে আমার কারণে সিনেমা জগতের অনেকের চাকরি গেছে, লস হয়েছে।’

‘রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত শারীরিক সমস্যার কারণে। এটাকে আমি প্রভুর সতর্কবার্তা হিসেবেই দেখছি।’

‘দল গড়ার পর যদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাই, তাহলে আমি রাজনৈতিক কোনো পরিবর্তন আনতে পারব না। জিততে পারব না। রাজনীতি বোঝে এমন কেউ এই বাস্তবতা অস্বীকার করতে পারবেন না।’

‘প্রচারণা করতে হবে, মিটিংয়ে যেতে হবে। লাখ-লাখ মানুষের সঙ্গে মিশতে হবে। আমার জন্য এখন এটা কঠিন।’

অভিনেতা রজনীকান্তের আসল নাম শিবাজী রাও। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ তার প্রথম ছবি। অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। বাসের হেলপার হিসেবে কাজ করা অবস্থায় নাটকে টুকটাক অভিনয় করতেন।

১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারকা বনে যান। তিনি ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ