Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ২৯ ডিসেম্বর ২০২০

অন্যের কবিতা শেয়ার করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় বিগ-বি অমিতাভ বচ্চন। বিশেষ করে টুইটারে নিয়মিত দেখা যায় তাকে। নতুন ছবির খবর, ভিডিও, কবিতার উদ্ধৃতিই হোক বা নাতনির সঙ্গে খুনসুটি- সব কিছুর জন্যই ফ্যানেরা চোখ রাখেন তার টুইটার পেজে। কিন্তু এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন বিগ বি, সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়েছেন।

টুইটারে অমিতাভ নিজের একটি ছবি শেয়ার করেছিলেন, তার সঙ্গে ছিল একটি কবিতা। আর তা নিয়েই শুরু হয় বিবাদ। 

কবিতাটি লেখা কবি তিশা আগরওয়ালের। অমিতাভের টুইটে তিশা জবাব দেন, স্যার, আপনার পেজে আমার কবিতার পংক্তি উঠে আসা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমার খুশি আর গৌরব দ্বিগুণ হত, যদি আপনি আমার নামটাও উল্লেখ করতেন। আপনার জবাবের আশায় রইলাম।

বিষয়টি জানতে পেরে অমিতাভ তিশা আগরওয়ালকে তার কৃতিত্ব দিতে একটুও দেরি করেননি। তিনি লেখেন, তিশা দেবী, আমি এখনই জানতে পারলাম, আমার টুইটে ব্যবহার করা একটি কবিতা আপনার লেখা। আমি ক্ষমা চাইছি, বিষয়টা জানতাম না! কেউ আমাকে Twitter বা Whatsapp-এ এটা পাঠিয়েছিল, ভাল লেগেছিল তাই প্রকাশ করেছি। আমি ক্ষমা চাইছি।

অমিতাভের টুইটের পর তিশা লেখেন, স্যার, আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার মুখে আমার নাম আসা আমার কাছে গৌরব, সৌভাগ্য, খুশি আর লেখনীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এটি শুধু কৃতিত্ব দেওয়া নয়, আপনার স্নেহের প্রকাশ, যা আমার কাছে গর্ব। আমার মত এক সাধারণ মাপের লেখিকার নাম আপনার কলমে যেভাবে উঠে এল, তাতে আমার আর কিছু চাওয়ার নেই। এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ