Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ ডিসেম্বর ২০২০

রাখির নাক ফাটিয়ে দিলেন জেসমিন!

জেসমিন ও রাখি

জেসমিন ও রাখি

বিতর্ক ও উদ্ভট কাণ্ড-কারখানার দেখা মিলে প্রতি বিগ বসে। এই সিজনেও ঘটল এমন ঘটনা। তবে রীতিমত রক্তারক্তি কাণ্ড ঘটে গেলে এবারের আসরে।

মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন অ্যাপিসোডের প্রোমো। আর তাতে রাখি সাওয়ান্তের দাবি, তার নাক ফাটিয়ে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী তথা শোয়ের অন্য প্রতিযোগী জেসমিন ভাসিন।

রিয়্যালিটি শোয়ের নতুন মৌসুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরোনো প্রতিযোগীদের। ঘরের ভেতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি। প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি।

রাখির এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন আলী গনি ও তার প্রিয় বান্ধবী জেসমিন ভাসিন। জেসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন। এর পরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।

বিগ বসের ঘরে কথাযুদ্ধ, ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নাক ভেঙে দেওয়ার মতো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি।

দর্শকদের অনেকের দাবি, রাখি অতিরিক্ত নাটক করছেন। এমন কিছুই তার হয়নি। ইচ্ছা করেই জেসমিনকে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন তিনি। আসল ঘটনা যাই হোক, তার বিশ্লেষণ হবে সপ্তাহের শেষ দিনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ