Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৩০ ডিসেম্বর ২০২০

সিনেমা প্রযোজনায় আসছেন অপু

অপু বিশ্বাস

অপু বিশ্বাস

ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন অপু। তার পর দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক চলচ্চিত্র।

অভিনয়ের পর এবার তিনি আসছেন সিনেমা প্রযোজনায়। ছেলে আব্রাম খান জয়ের নামেই হচ্ছে তার এই প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেছেন অপু।

অপু বিশ্বাস তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‌‘অপু-জয় প্রোডাকশন হাউস’। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অপু বিশ্বাস।

এ ব্যাপারে চলচ্চিত্র সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের সমিতিতে একটি আবেদন জমা দিয়েছেন এই অভিনেত্রী। সমিতির গভর্নিং বডি এটা যাচাই-বাছাই করে গতকালই (২৯ ডিসেম্বর) অনুমোদন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০০৪ সালে সিনেমায় পা রাখলেও অপু আলোচনায় আসেন ২০০৫ সালে।  এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবার কাছে পরিচিত হন।

এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। রেকর্ডসংখ্যক ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব-অপু। পাশাপাশি হয় প্রেম, সংসার ও সন্তান। যদিও সেটি প্রকাশের সঙ্গে ঘটলো বিচ্ছেদও।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ