Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ২ জানুয়ারি ২০২১

বিয়ে করলেন অভিনেতা ওম

সংগৃহীত

সংগৃহীত

বিয়ে করলেন অভিনেতা ওম সাহানি। বছরের শুরুতেই অভিনেত্রী মিমি দত্তের সাথে বিয়ে সারলেন ওম।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, বছরের শুরুতেই ওম সাহানি ও মিমি দত্তর চার হাত এক হলো। আগে থেকে কেউই তাদের বিয়ের কথা জানতে পারেনি। আচমকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন নবদম্পতি।

বছরের একেবারে শুরুর দিনে ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিমি। জানান, আইনি মতে বিয়ে সেরেছেন দুজনে।

জীবনের বিশেষ দিনে দুই তারকাকেই সুন্দর দেখতে লাগছিল। সাবেকি সাজে দেখা দেন মিমি। সাবেকি গাড়ি, সোনার গয়নায় অনবদ্য অভিনেত্রী। ওমের দিক থেকেও চোখ ফেরানো বেশ কঠিন। নীল রঙের পাঞ্জাবিতে বেশ লাগছিল তাকে। অল্প কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা।

আপাতত একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ওম। মিমিও ব্যস্ত সিরিয়ালের জগতে। ভুতু, গোপাল ভাঁড়, জয়ী-সহ একাধিক মেগা ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘প্রিয় তারকার অন্দরমহল’ ও ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো গেম শো-তে একসঙ্গে দেখা মেলে মিমি ও ওমের।

দুজনের সম্পর্ক অনেক বছরের। প্রেম নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাদের। একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত দুজনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বহুবার। সম্প্রতি একসঙ্গে এসেছিলেন অনিবার্ণের বিয়েতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ