Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২ জানুয়ারি ২০২১

মুম্বাইয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু ২৫ জানুয়ারি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। গত বছর চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। এদিকে জানা গেল, শ্যাম বেনেগাল পরিচালিত এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ২৫ জানুয়ারি। 

এ বিষয়ে আরো জানা গেছে, প্রথম লটের শুটিং হবে মুম্বাইয়ে। সিনেমার কাজ চলবে ১০ এপ্রিল পর্যন্ত। প্রথম লটের শুটিংয়ে অংশ নিতে সিনেমার শিল্পী-কলাকুশলীরা ২০ জানুয়ারির মধ্যে ঢাকা থেকে মুম্বাই যাবেন। আড়াই মাস ধরে একটানা চলবে সিনেমার কাজ। সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রকাশিত ছবির শিল্পীদের তালিকায় দেখা গেছে, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করবেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ ও মিশা সওদাগর।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ