Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ৩ জানুয়ারি ২০২১

ছেলের জন্মদিনে জুঁইয়ের আবেগঘন স্ট্যাটাস

সংগৃহীত

সংগৃহীত

মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই দম্পতির একমাত্র ছেলে রোবেন রায়ান করিম। আজ রোববার (৩ জানুয়ারি) রায়ানের জন্মদিন।

ছেলের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রোবেনা রেজা জুঁই। স্বামী-সন্তানের সঙ্গে তোলা বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি।

পুত্র রায়ানকে উদ্দেশ্য করে জুঁই লিখেছেন- তুই আমার জীবনের সেই বিস্ময়কর বহুমূল্যবান উপহার, যা গ্রহণ করা বা বহন করার যোগ্য হয়তো আমি না। তুই আমাকে নতুন জন্ম দিয়েছিস, আমি মেয়ে থেকে মা হয়েছি, তোর অসাধারণত্ব আমাকে ভিন্নভাবে দুনিয়াকে, সম্পর্কগুলোকে দেখতে শিখিয়েছে।

রায়ানের মনোজগতে প্রবেশ করার ইচ্ছা জুঁইয়ের। কিন্তু তা সম্ভব নয়। আর এ নিয়ে আফসোস তার। বিষয়টি উল্লেখ করে জুঁই লিখেছেন- আফসোস একটাই আমি তোর দুনিয়ায় যদি প্রবেশ করতে পারতাম, তোর ভাবনাগুলো যদি বুঝতে পারতাম- কত মজাই না হতো! তোর সঙ্গে আমিও এই স্বার্থপর, অকারণে দৌড়ানো দুনিয়া আর তাদের চিন্তা-ভাবনা থেকে দূরে সরে গিয়ে শান্তির নির্ভাবনার কোনো দুনিয়া বানাতাম।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জুঁই লিখেন- সৃষ্টিকর্তা তোকে সকল বালা, সকল কু-দৃষ্টি থেকে রক্ষা করুন। তোকে যত্নে-আদরে সকলের চোখের মধ্যমণি করে রাখুন, আমি তোর পাশে থাকি বা নাই থাকি। আমি বোধহয় তোকে ঠিকভাবে ভালোও বাসতে পারলাম না। শুভ জন্মদিন আমার বাবাটা!

অভিনয়ে নিয়মিত হওয়ার আগে শিক্ষকতা করেছেন মোশাররফ করিম। সেখানে রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে তার পরিচয়। তারপর মনের লেনাদেনা। যদিও এই যুগলের প্রেম কাহিনি কারো অজানা নয়। তারপর পারিবারিক আয়োজনের মাধ্যমে কবুল বলেন তারা।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ