Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৪ জানুয়ারি ২০২১

স্বপ্নে কোনও খুঁত থাকে না, কিন্তু জীবন?

সংগৃহীত

সংগৃহীত

স্বপ্নরা মনের মতো হয়। তাতে কোনও খুঁত থাকে না। কিন্তু জীবন? সেখানে তো ভুলভ্রান্তি থেকেই যায়। ভালবাসার থেকে বেশি থাকে অভিমান। আর ভালবাসলেই অভিমান করা যায়। তাই সবচেয়ে বেশি অভিমান হয় সবচেয়ে কাছের মানুষটির উপর। বাস্তবের এমন কাহিনিই দর্শকদের সামনে তুলে ধরছেন ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে মাধুরী দীক্ষিতের বড় বোন পূজার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী রেণুকা সাহানে।

‘ত্রিভঙ্গ’ নামের সেই ওয়েব ফিল্মের চিত্রনাট্য নিজেই লিখেছেন রেণুকা। তবে মজার কথা হচ্ছে ত্রিভঙ্গ ছবি দিয়ে ওয়েব দুনিয়ায় যাত্রা শুরু করবেন বলিউড অভিনেত্রী কাজল।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার।

‘ত্রিভঙ্গ’ ছবিটি প্রথমে মারাঠি ভাষায় তৈরি করার পরিকল্পনা ছিল পরিচালক রেণুকা সাহানের। কিন্তু পরে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি হয়। প্রযোজনায় অংশীদার হন অজয় দেবগনও।

১৫ জানুয়ারি নেটফ্লিক্সে দেখা যাবে ‘ত্রিভঙ্গ’। ছবিতে ওড়িশি নৃত্যশিল্পী অনুর চরিত্রে অভিনয় করেছেন কাজল। তার অনস্ক্রিন মা নয়নের ভূমিকায় রয়েছেন তনভি আজমি। মিথিলা পালকর অভিনয় করেছেন অনুর মেয়ে মাশার চরিত্রে। রয়েছেন কুণাল রায় কাপুরও।

ওয়েব দুনিয়ায় কাজলের এই প্রত্যাবর্তনে বেজায় খুশি তার প্রিয় বন্ধু করণ জোহর থেকে অক্ষয় কুমার, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, অমিত সাধও। ট্রেলার শেয়ার করে তাকে ওয়েব দুনিয়ায় স্বাগত জানিয়েছেন তাদের অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ