Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০১, ৬ জানুয়ারি ২০২১

ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস আসছে নাটকে

সংগৃহীত

সংগৃহীত

ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস উঠে আসছে নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের কলমে। টিভি নাটকের হাত ধরে এবার সবার সামনে আসবে সেই ইতিহাস।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করছে ‘জিন্দাবাহার’ নামে ধারাবাহিক নাটক। এটি প্রযোজনা ও পরিচালনায় ফজলে আজিম জুয়েল। নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে।

নাটকের কাহিনী এ রকম— ১৭৫৮ সাল। মেঘনার নদী থেকে একটি বজরা নৌকা সশস্ত্র প্রহরীসহ চাঁদপুর ঘাটে এসে ভেড়ে। গন্তব্য ঢাকার জিনজিরা প্রাসাদ। নৌকার আরোহীরা হচ্ছেন শহীদ নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী লুৎফা, মেয়ে উম্মে জোহরা, খালা ঘসেটি বেগম ও মা আমেনা বেগম।

স্বল্প বিরতির পর পাল তোলা বজরায় আবার ঢাকা অভিমুখে যাত্রা। এখান থেকেই শুরু অষ্টাদশ শতাব্দীর সময়কালীন ঢাকার আখ্যান ‘জিন্দাবাহার’।

এক সময়ের সুবে বাংলার রাজধানী ঢাকা এখন পরিত্যক্ত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ জয় করার পর ঢাকার ইংরেজ কুঠি আবার সরব হতে থাকে। বিখ্যাত মসলিন প্রস্তুতকারীদের ঢাকায় তখন উজ্জ্বল সময় চলছিল। নবাব পরিবারের সদস্যদের জিনজিরা প্রাসাদে নির্মম নির্বাসনে কাটছে দিন, তার সঙ্গে বেড়ে উঠছে ইংরেজদের ঢাকা। এই নিয়েই মূলত তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’।

নির্মাতা ফজলে আজিম জুয়েল বলেন, “অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে এ দেশের টেলিভিশনে তেমন কোনো কাজ হয়নি। ওই সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। সেইসব অজানা চরিত্র নায়েবে নাজিম, নগর কোতোয়াল, কুঠি প্রধান, ক্যাপ্টেন, আর্মেনিয়ান, বৃটিশ, ফরাসি, পর্তুগীজ, ডাচ, কাশ্মীর, দিল্লি থেকে আগত আমির-ওমরাদের বংশধর, মসলিন প্রস্তুতকারী, ঢাকার সর্দার, ব্যবসায়ী এইসব চরিত্রকে নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’। আমরা মূলত এই নাটকে দেখাতে চাই, দিল্লি থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো। এমন গল্পে বাংলাদেশে আগে কখনো নাটক নির্মিত হয়নি। আড়াইশো বছর আগে ঢাকা কেমন ছিল ধারাবাহিকটির মাধ্যমে দর্শকেরা তা জানতে পারবেন।”

ধারাবাহিকটিতে একসঙ্গে দেখা মিলবে জনপ্রিয় একঝাঁক তারকার। এতে অভিনয় করেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, ইউসুফ রাসেল, শাকিল, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, মুনিরা বেগম মেমী, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনীসহ আরো অনেকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ