Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ৬ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:২০, ৬ জানুয়ারি ২০২১

করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী নওশীন

নওশীন নাহরিন মৌ

নওশীন নাহরিন মৌ

এক সময়ের ব্যস্ত তারকা নওশীন নাহরিন মৌ। স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সন্তান নিয়ে বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকারই বাসিন্দা তিনি। সম্প্রতি নওশীন নিয়েছেন করোনার ভ্যাকসিন।

বিষয়টি নওশীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। তিনি টিকা গ্রহণের কার্ডের একটি ছবি
পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’

প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে পোস্ট করা ছবির কার্ড থেকে জানা যায়, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন নওশিন। আরও একটি ডোজ তাকে নিতে হবে।

নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে এলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ