Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ৭ জানুয়ারি ২০২১

হিন্দিতে আসছে জাতিস্মর

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের জাতীয় পুরস্কারজয়ী সিনেমা ‘জাতিস্মর’। এবার ছবিটির রিমেক হতে যাচ্ছে হিন্দিতে। বলিউডের দর্শকের জন্য এটি নির্মাণ করবেন সৃজিত।  বিষয়টি নিশ্চিত করেছেন সৃজিত মুখার্জি নিজেই।

তবে গল্পে পরিবর্তন আনছেন পরিচালক সৃজিত। বিখ্যাত অ্যান্টনি ফিরিঙ্গির বদলে হিন্দি ছবিতে প্রধান চরিত্র হবেন মির্জা গালিব। সেই ছবির জন্য ৯টি গান লিখছেন হিন্দি গানের জাদুকর গুলজার। সেসব গানে সুর দিচ্ছেন অস্কারজয়ী এ আর রহমান।

আপাতত সিনেমার নাম ঠিক হয়েছে ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’। পাত্র-পাত্রীর পরিচয় মেলেনি এখনো।

বুধবার একটি স্ক্রিনশট শেয়ার করে টুইটারে সৃজিত লেখেন, “মাস কয়েক আগের এই জুম কল আমার কাছে স্বপ্ন পূরণের মতো ছিল, যেখানে আমি জাতিস্মরের হিন্দি অ্যাডাপ্টেশনের প্রস্তাব দিয়েছিলাম মায়েস্ত্রো এ আর রহমানকে। ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’ সিনেমায় অ্যান্টনি ফিরিঙ্গির বদলে কেন্দ্রীয় চরিত্র মির্জা গালিব''

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সৃজিত পরিচালিত ‘জাতিস্মর’ সিনেমাটি। এর মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ