Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৮ জানুয়ারি ২০২১

লকডাউন ভাঙলেন প্রিয়াঙ্কা, পুলিশের সতর্কবার্তা

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে এক সেলুনে রূপচর্চা করতে গিয়ে সমালোচনায় মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়াকে। শুধু তাই নয়, নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে পেতে হলো পুলিশের সতর্কবার্তাও।

করোনার নতুন ধরনের সংক্রমণের কারণে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছে যুক্তরাজ্যে, চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এর জেরেই কাজের সূত্রে লন্ডনে আসা নিক-প্রিয়াঙ্কা আটকা পড়েছেন।

গণমাধ্যম জানায়, প্রিয়াঙ্কা বুধবার বিকেলে মা মধু চোপড়া ও নিজের পোষ্য ডায়ানার সঙ্গে সেলুনে পৌঁছান। সেলিব্রিটি স্টাইলিস্ট জোশ উডও সেখানে হাজির ছিলেন।

স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হাজির হয় পুলিশ, এবং প্রতিষ্ঠানটির মালিককে মৌখিকভাবে সচেতন করে। তবে কোনোরকম আর্থিক জরিমানা আরোপ করা হয়নি।

মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৬ জানুয়ারি বিকাল ৫টা ৪০ মিনিট নাগাদ পুলিশের কাছে অ্যালার্ট আসে নটিং হিলের ল্যান্সডাউন মেউসে এক হেয়ারড্রেসার কভিড প্রোটোকল ভাঙছেন। এরপর সেখানে কর্মকর্তারা পৌঁছায় এবং মৌখিকভাবে তাকে কভিড-১৯ প্রোটোকলের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ