Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৯ জানুয়ারি ২০২১

জাফর ইকবালের কবর নিয়ে এখনও আক্ষেপ ববিতার

ববিতা-জাফর ইকবাল

ববিতা-জাফর ইকবাল

শুক্রবার (৮ জানুয়ারি) ছিল সত্তরের দশকের সাড়া জাগানো নায়ক জাফর ইকবালের মৃত্যুবার্ষিকী। মৃত্যুর প্রায় তিন দশক পরে এসেও বাংলা সিনেমায় তার খ্যাতি কমেনি।

মৃত্যুর পর এই চিত্রনায়কের স্থান হয়েছে আজিমপুর কবরস্থানে। এ বিষয়ে এখনও আক্ষেপ প্রকাশ করেন তারকা অভিনেত্রী ববিতা। 

অভিনেত্রী ববিতা বলেন, ‘জাফর ইকবাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, নামী নায়ক। কিন্তু তার স্থান হয়েছে আজিমপুরে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ভালো কোনো স্থানে কবর দিলে ভালো হতো। কেন দেয়া হয়নি জানি না। এই বিষয়গুলো নিয়ে মন খারাপ হয়। তার কথা খুব মনে পড়ে।’

তিনি আরও বলেন, ‘জাফর ইকবাল খুব ভালো ইংরেজি গান গাইতে পারতেন। গিটার বাজিয়ে ওর মুখে ইংলিশ গান শোনাটা আমাদের সময়কার যেকোনো মেয়ের জন্য স্বপ্নের একটি মুহূর্ত। ওর মতো পরিপূর্ণ কোনো নায়ক আমাদের চলচ্চিত্রে আসেনি।’

উল্লেখ্য, অভিনেতা জাফর ইকবাল প্রায় ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে ৩০ টির নায়িকাই ছিলেন ববিতা।

জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘অবুঝ হৃদয়’, ‘ভাই বন্ধু’, ‘অবদান’, ‘প্রেমিক’, ‘সাধারণ মেয়ে’, ‘ফকির মজনু শাহ’, ‘দিনের পর দিন’, ‘বেদ্বীন’, ‘অংশীদার’, ‘মেঘ বিজলী বাদল’, ‘নয়নের আলো’, ‘সাত রাজার ধন’, ‘আশীর্বাদ’, ‘অপমান’, ‘এক মুঠো ভাত’, ‘গৃহলক্ষ্মী’, ‘ওগো বিদেশিনী’, ‘প্রেমিক’, ‘নবাব’, ‘প্রতিরোধ’, ‘ফুলের মালা’, ‘সিআইডি’, ‘মর্যাদা’, ‘সন্ধি’, ‘বন্ধু আমার’, ‘উসিলা’ ইত্যাদি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ