Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৩৩, ৯ জানুয়ারি ২০২১

কাদের মির্জাকে আসিফের ‘বিপ্লবী সালাম’

আবদুল কাদের ও আসিফ

আবদুল কাদের ও আসিফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

নিজ এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি ও নানা অসংগতি নিয়ে কথা বলেছেন কাদের মির্জা। তার এমন মন্তব্যে  অনেকেই সমালোচনা করছেন। অনেকে আবার প্রশংসা করছেন। ব্যতিক্রম নন সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আজব দেশে আছি আমরা...এই দেশে মিথ্যাবাদীকে মিথ্যুক বলা যাবে না/পাগলকে পাগল বলা যাবে না/লুটেরাকে ডাকাত বলা যাবে না/ চোরকে চোর বলা যাবে না/মামলা হয়ে যাবে। মামলা এখন মুড়ির মোয়া। পুরো জাতি মামলাবাজে পরিণত হয়েছে। থানায় মামলা করে বাদী বসে থাকে বাসায়। অপরাধী না হয়েও যার নামে মামলা হয় তিনি দৌঁড়ে বেড়ান কোর্টের বারান্দায়, রাষ্ট্র হয় বাদী। আজব আইন।’

তিনি আরও বলেন, ‘এই দেশে নন মেট্রিক জনপ্রতিনিধি সর্বোচ্চ সম্মানিত নাগরিকদের চারিত্রিক সনদ দেয়। অফিসার মামলার চার্জশিট দেয় একতরফা। বিজ্ঞ বিচারকের কাছে মামলা যেতে যেতে এমন গিট্টু লাগে সেই মামলা চলতেই থাকে বছরের পর বছর।

এদেশে সত্য কথা বললে উদ্ধত মনে করে।/এদেশের মানুষ ব্যস্ত শুধু আমার আমার নিয়ে।/ নিজ স্বার্থে মতের মিল না হলে কাছের বন্ধুরা শিয়াল কুকুর হায়েনার মত বন্ধুর মাংস খুবলে খায়।/এর মধ্যেও কিছু সত্যবাদী মামলা হামলার তোয়াক্কা না করে এগিয়ে যায়। দেশের ক্রান্তিকালে এরাই ক্রান্তিবীর...জনাব আবদুল কাদের মীর্জা তেমনি একজন.../মিথ্যা যুগের সত্যবান বীর আপনি...আপনাকে বিপ্লবী সালাম...’’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ