Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ১০ জানুয়ারি ২০২১

অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করতে আসছেন ইরফান (ভিডিও)

`কোবরা` ছবিতে এই রূপেই দেখা যাবে ইরফানকে

`কোবরা` ছবিতে এই রূপেই দেখা যাবে ইরফানকে

ইরফান পাঠান। ২২ গজ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। বল হাতে কাঁপিয়েছেন খেলার মাঠ। এবার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করতে আসছেন তিনি।

গত ৮ জানুয়ারি মুক্তি পেয়েছে ইরফান পাঠানের প্রথম সিনেমা ‘কোবরা’র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণে তারকা অভিনেতা বিক্রম। 

ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। পুরো সিনেমায় যিনি খুঁজে বেড়িয়েছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা বিক্রম। 

চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কোবরা’ ছবিটির। তবে করোনার কারণে 'কোবরা' শ্যুটিং বন্ধ হয়ে যায়। রাশিয়া থেকে ফিরে আসে সিনেমার পুরো টিম। পরে পরিস্থিতি একটু ঠিক হতে ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে ‘কোবরা’ কবে মুক্তি পাবে, তা এখনও জানাননি নির্মাতা।

‘কোবরা’ সিনেমার টিজার:-

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ