Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:১৭, ১১ জানুয়ারি ২০২১

কন্যাসন্তানের বাবা-মা হলেন বিরাট-আনুশকা

বিরাট-আনুশকা

বিরাট-আনুশকা

কন্যাসন্তানের বাবা-মা হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড সুপারস্টার আনুশকা শর্মা। সোমবার বিকেলে সন্তানের জন্ম দেন আনুশকা।  সোশ্যাল সাইটে এই খবর নিশ্চিত করেছেন বিরাট কোহলি নিজেই।

সোশ্যাল সাইটে কোহলি লিখেছেন, 'আমরা অত্যন্ত রোমাঞ্চিত, সবাইকে জানাতে চাই যে আজ দুপুরে আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনুশকা এবং আমাদের নবজাতক উভয়েই সুস্থ আছে এবং আমরা নতুন একটি জীবনে পা রাখতে যাচ্ছি। আমি অবশ্যই আশা করব, এই সময়টিতে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। সবাইকে ভালোবাসা- বিরাট।'

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেছিলেন, সন্তান প্রসবের চার মাস পর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর থেকে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

টুইটারে বিরাট নিজের হ্যান্ডলে এই খবর জানাতেই নেটিজেনদের অভিনন্দন পেতে শুরু করেন। এক ঘণ্টার কিছু সময়ের পর দেখা যায়, পোস্টে লাইক সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।

ক্রীড়া ও বলিউড অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিরুষ্কাকে। বিরাটের টুইট শেয়ার করে অঙ্গদ বেদি লিখেন, ‘নতুন বাবা-মা আনুশকা শর্মা ও বিরাট কোহলিকে অনেক অভিনন্দন, ঘরে লক্ষ্মী এল’।

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দু’জনকে। অভিনেতা রাহুল বোস টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।

গত বছর আগস্টেই বলিউড আর ক্রিকেট জগতের এই জুটি জানিয়েছিলেন সুখবর। আনুশকা অন্তঃসত্ত্বা এবং জানুয়ারিতেই তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। এটি ছিল ওই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ