Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ১২ জানুয়ারি ২০২১

করোনামুক্ত হলেন দক্ষিণী অভিনেতা রাম চরণ তেজা

রাম চরণ তেজা

রাম চরণ তেজা

করোনামুক্ত হলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ তেজা । মঙ্গলবার (১২ জানুয়ারি) টুইট করে রাম চরণ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

রাম চরণ লেখেন, সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। খুব শিগগিরই কাজের ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার শুভ কামনা জানানোর জন্য সবাইকে আবারও ধন্যবাদ।

এর আগে গত ২৯ ডিসেম্বর রাম চরণ জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো শারীরিক জটিলতা নেই এবং তিনি নিজ বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর কাজ বন্ধ রেখেছিলেন। জানা গেছে, শিগগিরই এই অভিনেতা এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ