Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৬ জানুয়ারি ২০২১

নিষেধাজ্ঞার মুখে পড়ল যশের ‘কেজিএফ: ২’

কেজিএফ সিনেমার একটি দৃশ্য

কেজিএফ সিনেমার একটি দৃশ্য

সম্প্রতি প্রকাশ পেয়েছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ: ২’ এর টিজার। প্রকাশের পরই সর্বাধিক ভিউয়ের রেকর্ড গড়েছে এটি। রেকর্ড গড়লেও এবার নিষেধাজ্ঞার মুখে পড়ল সিনেমাটি।  

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে যশের সিগারেট খাওয়ার দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছে কর্ণাটক স্টেট অ্যান্টি-টোবাকো সেল এবং স্বাস্থ্য বিভাগ।

সংস্থাটির কর্মকর্তারা গণমাধ্যমে বলেছেন, এ সিনেমার টিজারে স্থান পাওয়া ধূমপানের দৃশ্যগুলো প্রচলিত আইন ২০০৩ -এর ৫ম ধারা লঙ্ঘন করেছে। সেই সুবাদে টিজারটি নিষিদ্ধ করতে অনলাইন প্লাটফর্মগুলো থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তারা আরও বলেন, ‘সিনেমাটির টিজারের এক পর্যায়ে দেখা যায় যশ তার মেশিনগানের আগুনের লাভা নিয়ে সিগারেট ধরাচ্ছেন। আমরা মনে করি এমন দৃশ্য শুরু হওয়ার আগে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিংবা ধূমপান সম্পর্কে নিরুৎসাহিত করার জন্য কিছু ট্যাগলাইন ব্যবহার করার দরকার ছিল।

কিন্তু টিজারটির শুরুতে সতর্কীকরণ এমন কোনো বার্তা ছিল না। তাই টিজারটির জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি।’

কর্ণাটকের স্বাস্থ্য ও চিকিৎসাশিক্ষা মন্ত্রী ডা. কে সুধাকর বলেন, ‘সিনেমা তারকা যশ সামাজিক কাজে সবসময় আমাদের সঙ্গে থাকেন। আমি সব সময় তার প্রশংসা করি। স্বাস্থ্য বিভাগ তার আসন্ন সিনেমাটি সম্পর্কে আমাদের কাছে আবেদন করেছে।

শুনেছি ছবিতে নেতিবাচকভাবে ধূমপানের দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তাকে সেই দৃশ্য সরিয়ে দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক এবং সকলের সঙ্গে কথা বলব। এ বিষয়ে অবশ্যই সবার দায়িত্ব রয়েছে। সেটা পালন করা উচিত’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ