Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৩, ১৯ জানুয়ারি ২০২১

শুভ জন্মদিন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৯৩৫ – ১৫ নভেম্বর ২০২০)

সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৯৩৫ – ১৫ নভেম্বর ২০২০)

বাংলা চলচ্চিত্রের চিরতরুণ নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। কখনও ফেলুদা, কখনও বা দেবদাস রূপে জর করেছেন ভক্তদের মন। প্রতিটি ছবিতে তার উপস্থিতি নিয়ে আসে নতুন মাত্রা। কিন্তু নতুন কোনো ছবিতে দেখা যাবে না তাকে। কারণ তিনি যে আর নেই। গত বছরের ১৫ নভেম্বর সবাইকে কাঁদিয়ে  না ফেরার দেশে চলে গেছেন।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) কিংবদন্তি এই অভিনেতার ছিয়াশিতম জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে কবি ও নাট্যকার  দ্বীজেন্দ্রলাল রায়ের শহর নদীয়ার কৃষ্ণনগরে তার জন্ম। 

সৌমিত্রের পরিবারের আদিবাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ায় শিলাইদহের কাছে কয়া নামে একটি গ্রামে। তার পিতামহের সময় থেকে তারা কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। কৃষ্ণনগরেই ছিল তার স্কুলের প্রাথমিক লেখাপড়া। পরে কাজের সুবাদে তার বাবা কলকাতায় চলে এলে পরবর্তীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নেন কলকাতাতেই। অভিনয়ের প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। 

৬৩ বছরের ক্যারিয়ারে সৌমিত্র চট্টোপাধ্যায়  তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। জীবনে পেয়েছেন হাজারও পুরস্কার। ২০০৪ সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার আরও অনেক কিছু। অভিনয় তার একটি সত্তা মাত্র।

সৌমিত্র চট্টোপাধ্যায় একই সঙ্গে অভিনেতা, নট ও  নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি। তার চিত্রশিল্পী পরিচয়ও সবাইকে মুগ্ধ করেছে। একসময় ‘এক্ষণ’ নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার কাজেও গভীরভাবে যুক্ত ছিলেন। ১৯৫৮-তে ‘অপুর সংসার’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। এরপর সত্যজিতের ১৪টি ছবিতে তিনি অভিনয় করেছেন। ‘দেবী’, ‘তিনকন্যা’, ‘অভিযান’, ‘চারুলতা’, ‘অশনি সংকেত’ থেকে শাখা প্রশাখা। তপন সিনহার ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’,  অসিত সেনের ‘স্বয়ংম্ভরা’, পাশাপাশি মৃণাল সেনের ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আকাশকুসুম’, ঋতুপর্ণ ঘোষের ‘অসুখ’ ছবিতে নানা ধরনের চরিত্রে সৌমিত্র অনায়াস বিচরণ করেছেন।

গত বছর নভেম্বর মাসে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই অভিনেতা। নানা অসুখের সঙ্গে প্রায় ৪০ দিন লড়াই করে ১৫ নভেম্বর চিরনিদ্রায় চলে যান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ