Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১৯ জানুয়ারি ২০২১

অনন্য মামুনের নতুন ছবি, মূল ভূমিকায় তারিক আনাম খান

অনন্য মামুন ও তারিক আনাম খান

অনন্য মামুন ও তারিক আনাম খান

সম্প্রতি অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নিষিদ্ধ হয়েই তিনি ঘোষণা দিয়েছেন পাঁচটি নতুন সিনেমার। এর মধ্যে একটির মূল ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।

রোববার ‘আবার বসন্ত’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। ওই দিন পরের সিনেমা ‘প্যাড’-এ তার অন্তর্ভুক্তির কথা জানান মামুন।

তিনি ফেসবুকে লেখেন, ‘‘স্যার, এই বয়সে আপনি শ্রেষ্ঠ নায়ক! আমাকে ফোন করে বলেছিলেন, ‘মামুন পুরস্কারটা তোমার’। স্যার, আমি বলি, পুরস্কারটা আমাদের ‘আবার বসন্ত’ টিমের! আপনাকে নিয়ে আরও একটা যুদ্ধে যাব! সিনেমার নাম ‘প্যাড’।’’

‘প্যাড’ ছাড়াও অনন্য মামুন ঘোষিত অন্য ছবিগুলো হলো ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ ও পাইলট।

মঞ্চ ও টেলিভিশনের নামি অভিনেতা তারিক আনাম খান তরুণ বয়সে অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে গত দশকে সিনেমায় তার ব্যস্ততা বেড়েছে। তাকে অনন্য মামুনের মুক্তি প্রতীক্ষিত ‘মেকআপ’ ছবিতেও দেখা যাবে। এ ছাড়া নুরুল আলম আতিকের ‘পেয়ারা সুবাস’ ছবিতে অভিনয় করেছেন, বিপরীতে আছেন জয়া আহসান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ