Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ১৯ জানুয়ারি ২০২১

দ্বিতীয় সন্তানকে ক্যামেরার সামনে আনবেন না সাইফ-কারিনা!

সাইফ-কারিনা

সাইফ-কারিনা

সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। এমন খবরে এই দম্পতি অভিনন্দনে ভরে উঠলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি তাদের মেয়ের ছবি।

জানা গেছে, হাসপাতালের সিকিউরিটিদেরকেও বলে রাখা হয়েছে কোনো আত্মীয় আসলেও যেন ছবি তুলতে দেওয়া না হয়। মূলত সন্তানের গোপনীয়তা রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

এবার শোনা যাচ্ছে কোহলি-আনুশকার মতো একই পথে হাঁটবেন বলিউডের আরেক তারকা জুটি সাইফ-কারিনা।

সম্প্রতি বলিউড হাঙ্গামার প্রতিবেদনে প্রকাশ করেছে, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের দ্বিতীয় সন্তানের গোপনীয়তা নিশ্চিত করার জন্য এই দম্পতিও কঠোর ব্যবস্থা অনুসরণ করতে চান। দ্বিতীয় সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না তারা।

একটি সূত্রের বরাতে তারা আরও জানায়, বলিউডে তারকাদের মধ্যে বর্তমানে বেশ আলোচিত কোহলি-আনুশকার গোপনীয়তা রক্ষার দারুণ এই উদ্যোগ। অনেকেই মনে করেছেন এ দম্পতির দেখানো পথে হাঁটবে বলিউডের অনেক তারকাই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ