Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২১ জানুয়ারি ২০২১

বাবা হারালেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

ফাইল ছবি

ফাইল ছবি

বাবা হারালেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।  

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন- আমি আমার বাবাকে হারালাম।

জয়ের বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন। জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা।

জয় নিয়মিত টেলিভিশন শো উপস্থাপনা করছেন। পাশাপাশি নির্মাণ করছেন চলচ্চিত্র। সর্বশেষ ‘প্রিয় কমলা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ