Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৩ জানুয়ারি ২০২১

‘বঙ্গবন্ধু’ সিনেমার জন্য মুম্বাইয়ে তিশা

নুসরাত ইমরোজ তিশা

নুসরাত ইমরোজ তিশা

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এ ছবির শুটিংয়ে যোগ দিতে ঢাকা ছেড়েছেন টিভি-সিনেমার জনপ্রিয় তারকা নুসরাত ইমরোজ তিশা।

অভিনেত্রী নিজেই এ খবর নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১১টার দিকে অফিশিয়াল ফেইসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন তিশা। সেই সেলফিতে তাকে উড়োজাহাজে দেখা যায়। মুখে ছিল মাস্ক।

ক্যাপশনে জানান, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য মুম্বাই যাচ্ছেন। সবার কাছে দোয়াও চান তিনি।

ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, আর ছোটবেলার চরিত্রে থাকছেন ফারদিন প্রার্থনা দিঘী।

এ দিকে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘বঙ্গবন্ধু’র মহরত অনুষ্ঠিত হয়।

ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বেশ কয়েক দিন আগে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

গত বছর এপ্রিলে শুটিং শুরুর কথা থাকলেও করোনার কারণে কয়েকবার পিছিয়ে যায় ‘বঙ্গবন্ধু’। তখন বাংলাদেশের শুটিং হওয়ার কথা ছিল। এখন ভারত পর্বের পর বাংলাদেশে আসবে শুটিং ইউনিট।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ