Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ০০:০০, ২৪ জানুয়ারি ২০২১

রোববার আসছে হৈমন্তী শুক্লার সুরে সমরজিতের `কিছু কিছু রাত`

প্রখ্যাত কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার সুরে আসছে নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়।

রোববার সকাল ১০ টায় সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic) গানটি প্রকাশিত হবে।

এ উপলক্ষে রোববার রাতে (বাংলাদেশ সময় রাত ৯ টায়) "বিশ্ব ভরা প্রাণ" এর ফেসবুক পেইজে (www.facebook.com/bbpworldwide) লাইভে এসে গান শোনাবেন হৈমন্তী শুক্লা এবং সমরজিৎ রায়।

নিজের জন্য কিছু গানের সুর করলেও এই প্রথম অন্য কোন শিল্পীর জন্য সুর করলেন হৈমন্তী শুক্লা। এদিকে এই গানের মধ্য দিয়েই পূর্ণ হতে যাচ্ছে সমরজিৎ রায় এর মৌলিক গানের শতক।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ