Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ জানুয়ারি ২০২১

চসিক নির্বাচনে মেয়র প্রার্থীর প্রচারণায় একঝাঁক তারকা

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় তারকারা

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় তারকারা

সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনের মাঠ সরগরম। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তার সমর্থকরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রাঙ্গনের একঝাঁক তারকা।

জানা গেছে, চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে প্রচারণা শুরু করেন তারকারা।

প্রচারণার এ যাত্রায় সামিল হয়েছেন চলচ্চিত্র তারকা রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, মীর সাব্বির, বিজরী, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ বেশ কয়েকজন। 

জানা গেছে, চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু করে নিউমার্কেট মোড়, কাজির দেউড়ি, জিইসির মোড়, অক্সিজেন মোড়, মুরাদপুর, বহদ্দারহাট ও কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা ঘুরে শেষ হবে তাদের প্রথম দিনের প্রচারণার কার্যক্রম।

এছাড়াও আগামীকাল সোমবার নগরীর অলংকার মোড়, টাইগারপাস, দেওয়ানহাট, বাদামতলী মোড়, ফকিরহাট, সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার ও বিমানবন্দর এলাকা দিয়ে শেষ হবে প্রচারণার পুরো কার্যক্রম।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ