Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৪ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫০, ২৪ জানুয়ারি ২০২১

বন্ধুত্ব থেকে ভালোবাসা, অবশেষে পেলো পূর্ণতা

বরুণ-নাতাশার বিয়ের ছবি

বরুণ-নাতাশার বিয়ের ছবি

সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। কলেজ জীবনে এসে সম্পর্কটি রুপ নেয় ভালোবাসায়। অবশেষে সেই সম্পর্ক পেলো পূর্ণতা। সাত পাঁকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। 

রোববার (২৪ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন বরুণ নিজেই। গোলাপি আভায় রুপোলি সাজে বরুণ ও নাতাশাকে দেখতে বেশ লাগছিলো।

জীবনে নানা ঝড় আসলেও নাতাশার প্রতি বরুণের প্রেম এবং বরুণের প্রতি নাতাশার প্রেম একটুও কমেনি ৷ তাই তো সেই প্রেমের ওপর ভর করেই  বিয়ের ছবি পোস্ট করে বরুণ লিখলেন, ‘লাইফ লং প্রেম এবার হলো অফিসিয়াল’ !

গত বছরের নভেম্বর থেকেই বলিপাড়ায় বরুণ ধাওয়ান ও তার ছোটবেলার বন্ধু-প্রেমিকা নাতাশা দালালের বিয়ের গুঞ্জন উঠে। সে সময় করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে পেশায় পোশাক ডিজাইনার নাতাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন বরুণ। এমনকি ভবিষ্যতে তাকে বিয়ে করার সিদ্ধান্তের কথাও জানান।

সম্প্রতি বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান সংবাদমাধ্যমে ছেলের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি জানান, আসছে বছরই বিয়ে করবেন তার ছেলে।

এদিকে বরুণের বিয়ে নিয়ের ভক্তদের মধ্যে অনেক উৎসাহ। সকাল থেকে আগ্রহ নিয়ে বসে আছেন বরুণের বিয়ের ছবির। অবশেষে অপেক্ষার অবসান শেষ হলো। প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি।

বরুণের বিয়ের আসর বসেছে মুম্বাইয়ের আলিবাগের ম্যানসন হাউজে। অন্যান্য তারকার মতো বিদেশের না গিয়ে দেশেই করলেন নিজের বিয়ের আয়োজন। তবে করোনা পরিস্থিতির কারণে সীমিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ