Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৫ জানুয়ারি ২০২১

বন্ধ হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’

সংগৃহীত

সংগৃহীত

ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। দর্শকদের হারাতে এই অনুষ্ঠানের জুড়ি নেই। তবে কপিল প্রেমীদের জন্য দুঃসংবাদ। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে অনুষ্ঠানটি।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম প্রকাশিত খবরে, নির্মাতারা এই কমেডি চ্যাট শোকে নতুনভাবে সাজাতে চাইছেন। মূলত সেই কারণেই সাময়িক বিরতির পরিকল্পনা। এরপর ফেরা হবে শোয়ের দ্বিতীয় সিজন নিয়ে। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা সামনে আসেনি এখনো পর্যন্ত। 

২০১৪ সালে কলরস চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পর সোনি টিভিতে এই শো নিয়ে সঞ্চালকের ভূমিকায় ফিরেছিলেন কপিল শর্মা। চ্যানেল পরিবর্তন হলেও শোয়ের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। আগাগোড়া টিআরপি তালিকায় উপরের দিকে এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে। 

কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন ক্রুষ্ণা অভিষেক, কিকু সারদা, ভারতী সিং এবং সুমনা চক্রবর্তী। বিচারকের আসনে থাকেন বলিউডের পরিচিত মুখ অর্চনা পূরণ সিং। সালমান খান থেকে সুনীল গাভাস্কর, প্রায় সকল ক্ষেত্রের বিশিষ্ট জনদের কপিলের অতিথি হয়ে এসে দিলখোলা হাসি হাসতে দেখা গিয়েছে। স্বভাবত সেই শোয়ে ইতি টানা খবরে মূষড়ে পড়েছে ভক্তকূল থেকে তারকামহলের একাংশ। 

ছোট পর্দায় না থাকলেও, এবার ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হতে চলেছে বলিউডের প্রথম সারির কমেডিয়ানের। সোশ্যাল মিডিয়ায় ‘সুখবর’ নিজেই জানিয়েছিলেন কপিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ