Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২৫ জানুয়ারি ২০২১

চট্টগ্রামকে ইউরোপের সাথে তুলনা করলেন রিয়াজ!

রিয়াজ

রিয়াজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাতে সেখানে গেছেন এক ঝাঁক তারকা। যাদের মধ্যে আছেন চলচ্চিত্র তারকা রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, মীর সাব্বির, বিজরী, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ বেশ কয়েকজন। 

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রিয়াজ বলেন, চট্টগ্রাম আসার পথে রাস্তা দেখে বাংলাদেশের মনে হয়নি, ইউরোপের রাস্তা বলে মনে হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।

রিয়াজ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা। নেত্রী চট্টগ্রামের নগরপিতা হিসেবে আলহাজ রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি, রেজাউল করিমের হাত ধরে চট্টগ্রাম আরো সমৃদ্ধ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সময় তিনি সবার কাছে রেজাউল করিমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান এবং চট্টগ্রামের মানোন্নয়নে রেজাউল করিমের পক্ষে প্রচারণায় সবার অগ্রণী ভূমিকা আশা করেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ