Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৬ জানুয়ারি ২০২১

অভিনেত্রী জয়শ্রীর মরদেহ উদ্ধার

জয়শ্রী রামাইয়া

জয়শ্রী রামাইয়া

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী রামাইয়া মারা গেছেন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে বেঙ্গালুরুর পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগদি সড়কের প্রগতি লে-আউটের বাসা থেকে জয়শ্রীর লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অবসাদগ্রস্ত ছিলেন জয়শ্রী, এর জেরেই রবিবার রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জয়শ্রীর বন্ধু শিল্পা ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার কোনও ফোন ও মেসেজের উত্তর দিচ্ছিলেন না জয়শ্রী। পরিবার ও বন্ধুরা ফোন করেও তাকে যোগাযোগ করতে পারেননি। এরপর আশ্রমে যোগাযোগ করে তার পরিবার। আশ্রমের কর্মী এসে তখন জয়শ্রীকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মূলত বিগ বসে অংশগ্রহণ করে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। মনে করা হচ্ছে, মানসিক হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। ফেসবুকে ডিপ্রেশন নিয়ে পোস্টও করেছিলেন।

গত বছরের ২৫ জুলাই ফেসবুক লাইভে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকে তাকে বঞ্ছিত করা হয়েছে। মানসিক হতাশার সঙ্গে লড়াইয়ের কথা বলেছিলেন তিনি।

লাইভে তিনি বলেছিলেন, প্রচার পাওয়ার জন্য আমি এসব করছি না। সুদীপ স্যারের থেকে আর্থিক সাহায্যও চাইছি না। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি কারণ আমি হতাশার সঙ্গে লড়াই করতে পারছি না। আমি আর্থিকভাবে স্বচ্ছল কিন্তু মানসিকভাবে হতাশ। অনেক ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে। ছোটবেলা থেকে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি সেগুলো কাটিয়ে উঠতে পারছি না।

২০১৭ সালে ‘উপ্পু হুলি খরা’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন জয়শ্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ