Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ২৭ জানুয়ারি ২০২১

সেরা করদাতা হলেন যেসকল তারকা

চলতি বছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন তারা

চলতি বছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন তারা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেরা করদাতা হিসেবে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২  ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে। এর মধ্যে বিভিন্ন অঙ্গনের ৬ তারকা পাচ্ছেন কার্ড। 

২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাওয়া তারকারা হচ্ছেন শাকিব খান, রাইসুল ইসলাম আসাদ, বিদ্যা সিনহা মিম, তাহসান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে এনবিআর।

ছয় তারকার মধ্যে শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ পেয়েছে অভিনয়শিল্পী বিভাগে। অন্যদিকে অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি থাকলেও তাহসান কার্ড পেয়েছেন গায়ক-গায়িকা বিভাগে। ফোক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মমতাজ বেগম, আর শাহীন সামাদ বিখ্যাত নজরুল সংগীত গায়িকা।

আগেরবারও ট্যাক্স কার্ড পেয়েছিলেন শাকিব, তাহসান ও মমতাজ।

কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ