Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ৩১ জানুয়ারি ২০২১

চাঁদ দেখতে গিয়ে মারা গেলেন পপশিল্পী সোফি

সোফি জিওন

সোফি জিওন

গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। সোফি জিওন ভক্তমহলে সোফি নামেই বেশি পরিচিত ছিলেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর দ্য গার্ডিয়ান।

শিল্পীর এক প্রতিনিধির বরাতে খবরে বলা হয়, পূর্ণচন্দ্র দেখতে গিয়ে ছাদে উঠেছিলেন সোফি। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি।

২০১৮ সালে ‘Oil of Every Pearl’s Un-Insides’ শিরোনামে সোফির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল।

২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। ‘Bitch, I’m Madonna’ একটি ম্যাডোনার সঙ্গে প্রযোজনা করেছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ