Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৩১ জানুয়ারি ২০২১

শতভাগ আসন ভর্তি করে সিনেমা হল চালুর অনুমতি দিল ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সব সিনেমা হলে ১ ফেব্রুয়ারি থেকে ১০০ শতাংশ আসন ভর্তি করে সিনেমা দেখানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। শনিবার একটি নির্দেশনামা জারি করে বলা হয়- যে কোনো সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ ভাগ আসন পূর্ণ করা যাবে।

স্থানীয় গণমাধ্যম বলছে, গত অক্টোবরে খোলার পর থেকে এই প্রথম সম্পূর্ণ দর্শক নিয়ে হল চালাতে পারবেন মালিকরা। তারা আশা করছেন, এর ফলে লকডাউনের ক্ষতি হয়ত কিছুটা হলেও মিটতে শুরু করবে।

তবে কেন্দ্রের তরফে একসারি বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, শো-টাইম নির্দিষ্ট সময়ের দূরত্বে রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব। টিকিট কাটার সময় যাতে হুড়োহুড়ি না হয় খেয়াল রাখতে হবে সে দিকেও। পাশাপাশি, যত সম্ভব ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেন করতে হবে।

গত বছরের মার্চের দিকে দেশটির সরকার লকডাউন ঘোষণার পরেই বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। অক্টোবরে আংশিক দর্শক নিয়ে সিনেমা হল খোলার বিষয়ে অনুমতি দেওয়া হয়। এখন ভারতে করোনা সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। সেই কারণে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবই।   

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ