Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৩১ জানুয়ারি ২০২১

তরুণ নৃত্য পরিচালক সুমন রহমান মারা গেছেন

সুমন রহমান

সুমন রহমান

তরুণ নৃত্য পরিচালক সুমন রহমান মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

জানা যায়, গত বছরের অক্টোবরে সুমন রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থও হয়ে ওঠেন। এরমধ্যে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। কিডনির ব্যথা সহ্য করেই সুমন কাজ করে যাচ্ছিলেন। 

শনিবার (৩০ জানুয়ারি) তার পেট খারাপ হয়। প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সেলাইন খেয়ে তা কমানোর চেষ্টা করছিলেন। এদিন মধ্য রাতে বাসা থেকে হাসপাতালে নেয়ার সময়ই তিনি মারা যান। 

সুমন রহমানের কোরিওগ্রাফিতে সর্বশেষ মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। এই নির্মাতা বলেন, আমার প্রথম সিনেমাটা ওর সঙ্গে করা, সেজন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। এমন মেধাবী তরুণ এত দ্রুত ঝরে যাবে, মানতে কষ্ট হয়।

বিশ্বসুন্দরী’ ছাড়াও সুমন রহমান নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ ও ‘তারকাঁটা’, অনন্য মামুনের ‘নবাব এলএলবি’সহ অসংখ্য টিভিসি ও মিউজিক ভিডিওতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ